ঘিওরে ক্যান্সার রোগে আক্রান্ত নারীর গলা কাটা লাশ উদ্ধার। 

মোঃ জাহাঙ্গীর আলম;
মানিকগঞ্জের ঘিওরে লায়লা আরজু (৬২) নামের এক নারীর গলাকাটা লাঁশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫-০১)  দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথোরা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাঁশ উদ্ধার করা হয়। জানা গেছে তিনি রাথোরা গ্রামের মোহাম্মদ সেকেন্দার আলীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। দীর্ঘদিন যাবত তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।সরেজমিনে এসে দেখা যায় বানিয়াজুরী – ঘিওর সড়কের পাশে রাথোরা গ্রামের সেকেন্দার ভিলার তিনতলা ভবনের দোতলার একটি কক্ষের মেঝেতে লায়লা আরজুর গলাকাটা রক্তাক্ত লাঁশ পড়ে রয়েছে। তার স্বামী সেকেন্দার আলী জানান আমার ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে বাসায় রেখে সকাল ৭টার দিকে বাজার করতে বানিয়াজুরী বাসস্ট্যান্ডের কাঁচা বাজারে যায়, ৮ টার দিকে বাসায় এসে স্ত্রীর রক্তাক্ত দেহ মেঝেতে পরে থাকতে দেখেন। তার মেয়ে জেরিন আক্তার বলেন আমার মায়ের কানের দুল সোনাদানা টাকা পয়সা নিয়ে গেছে আমার মা হয়তো তাদের চিনে ফেলার কারনে হত্যা করে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য  বাড়ির গৃহকর্মী  সাইদা বেগম(৩৭) ও তার স্বামী  হালিম(৪৮) কে পুলিশ থানায় নিয়ে গেছে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন সকাল পৌনে ৮ টার দিকে এক বা একাধিক দূর্বৃত্ত সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাবরিনা চৌধুরী বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলমান। ঢাকা থেকে ফরেনসিক টিম আসছে। প্রাথমিক ভাবে কিছু বলা যাচ্ছে না তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *