কাউসার আহমেদ পনির:
রাজধানীর যাত্রাবাড়ী থানার পূর্ব ১০ নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরেই মাদকের জন্য কুখ্যাত এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকা উপার্জন করেছে। আওয়ামী লীগ সরকারের সময় কিছু নেতার ছায়ায় থেকে মাসুম সিটি পল্লীতে মাদকের বড় পাইকারি বাজার গড়ে তোলে।
বর্তমানে সরকার পরিবর্তনের পর কিছু বিএনপির অসাধু নেতাদের সহায়তায় মাসুমের মাদক ব্যবসা অব্যাহত রয়েছে। এ কাজে সহযোগিতা করছেন ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল ওরফে ‘টুন্ডা বাদল’।
গতকাল রাত ১১টার দিকে এলাকাবাসী মাসুমের ঘনিষ্ঠ সহযোগীকে আটক করে এবং তার কাছ থেকে ২,০২০ পিস ইয়াবা উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএনপি নেতা সাইফুল ইসলাম বাদল ওই মাদক ও আটক ব্যক্তিকে নিজের সঙ্গে নিয়ে চলে যান।
এ বিষয়ে সাইফুল ইসলাম বাদল জানান, “আজ বিএনপি নেতাদের নিয়ে শালিস বৈঠক অনুষ্ঠিত হবে।”