ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে বিশ্ব অঙ্গনে ফুটবলকে নিয়ে যেতে পারব: জেলা প্রশাসক

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে বিশ্ব অঙ্গণে ফুটবল খেলাকে নিয়ে যেতে পারব। আমাদের শারীরিকভাবে ফিট ও শরীরে যথেষ্ট শক্তি থাকতে হবে। তাহলে আমরা দলের স্কেল বাড়াতে পারব।”

তিনি বলেন, আন্তর্জাতিক ফুটবল খেলাগুলোতে আমরা তাদের ফার্স্ট মুভমেন্ট, ক্যাপাসিটি ও স্ট্যামিনা দেখে অভিভূত হই। ঠিক সেই শক্তি ও স্ট্যামিনা আমাদেরও অর্জন করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, তাহলে বিশ্ব অঙ্গনে ফুটবলকে নিয়ে যেতে অবশ্যই পারব।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, মানুষের অসাধ্য কিছু নেই। আমরা যদি মনোবলকে শক্তিশালী রাখি, লক্ষ্য স্থির করি এবং খেলাধুলার প্রতি চেষ্টা অব্যাহত রাখি—তাহলে একদিন সফলতা আসবেই। বর্তমান অবস্থান থেকেই আমাদের আরও দক্ষ ও যোগ্য হয়ে উঠতে হবে।

তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদকের থাবা সমাজের ভয়ংকর এক অবস্থায় পৌঁছে গেছে। প্রত্যেকে যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার না হই, তবে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হবে। যারা এখন মাদকাসক্ত পথে হাঁটছে—তারা কোনো একদিনে এমন হয়নি। তাদের পরিবার, প্রতিষ্ঠান ও সামাজিক অভিভাবকরা দায়িত্বে কতটা সচেতন—সেটি ভেবে দেখতে হবে।

ডিসি বলেন, একজন সন্তান জন্মের পর থেকেই কখনো মাদকাসক্ত হয় না। পরিবার-সমাজের দায়িত্বহীনতা ও অবহেলায় তারা ভুল পথে যায়। কাঙ্ক্ষিত সমাজ বা রাষ্ট্র গড়তে হলে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নাগরিক দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় (ঢাকা)-এর অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয় ঢাকার উপপরিচালক দীপজয় খীসা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. বাহাউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *