প্রতিবেদন:
কেরানীগঞ্জের তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে শুরু হয়েছে এক নতুন সামাজিক আন্দোলন— “মাদকমুক্ত প্রজন্ম গড়ার অঙ্গীকার”। এই উদ্যোগের নেতৃত্বে রয়েছে গণ অধিকার পরিষদ, যারা বিশ্বাস করে— কেরানীগঞ্জে মাদকের কোনো ঠাঁই হবে না; এই মাটি হবে স্বপ্ন, শ্রম আর সংগ্রামের দুর্গ।
আন্দোলনের মূল লক্ষ্য হলো তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, যাতে তারা জীবনের প্রকৃত আনন্দ ও অর্থ খুঁজে পায়। স্থানীয় মাঠে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পাঠচক্র ও সচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে তাদের মাদক থেকে দূরে রাখার প্রচেষ্টা চলছে।
গণ অধিকার পরিষদের নেতারা জানিয়েছেন, এই আন্দোলন শুধু মাদকবিরোধী নয়, এটি এক ধরনের মানসিক ও সামাজিক পুনর্জাগরণ। তারা মনে করেন, যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ দিলে কেরানীগঞ্জ একদিন হবে দেশের অন্যতম সচেতন ও আলোকিত অঞ্চল।
স্থানীয় জনগণও এই উদ্যোগে সাড়া দিতে শুরু করেছেন। অভিভাবক, শিক্ষক, সমাজকর্মী— সবাই একসুরে বলছেন, “এবার সময় এসেছে কেরানীগঞ্জের তরুণদের অন্ধকার থেকে আলোয় ফেরানোর।”
কেরানীগঞ্জে শুরু হওয়া এই আন্দোলন হয়তো ছোট পরিসরে, কিন্তু এর লক্ষ্য বিশাল— মাদকমুক্ত, সচেতন, উদ্যমী একটি প্রজন্ম গড়ে তোলা। গণ অধিকার পরিষদের এই অঙ্গীকার যদি বাস্তবে রূপ নেয়, তবে কেরানীগঞ্জ হয়ে উঠবে বাংলাদেশের তরুণ পুনর্জাগরণের এক অনন্য দৃষ্টান্ত।