মোঃ আনজার শাহ :
নারায়ণগঞ্জের কৃতি সন্তান শহীদ জিয়ার আদর্শের সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা নজরুল ইসলাম ভাইয়ের স্কটল্যান্ড আগমন উপলক্ষে গণ সংবর্ধনা।
মঙ্গলবার (১৯ নভেম্বর ) স্থানীয় সময় দুপুর ১২টায় দেশি পাকওয়ান রেস্তোরাঁতে নেতা কর্মীদের আয়োজনে এই গণসংবর্ধনা দেওয়া হয়।
স্কটল্যান্ডে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রাহিম জাকির সভাপতিত্বে আলাউদ্দিন আলো সঞ্চালনায় বক্তব্য দেন স্কটল্যান্ডের বিএনপির সাবেক তিতুমীর কলেজের ছাত্রনেতা এমদাদুল হক বাবু,আরো উপস্থিত ছিলেন, ছাত্র নেতা আলমগীর কবির ۔ জাহাঙ্গীর খন্দকার ۔মাজহারুল ইসলাম সুমন ۔লিটন ۔ রিবলু ۔জাহাঙ্গীর আলম ۔পলাশ আহমেদ۔ শহীদ উকিল,কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা মোঃইরফানুল হক পাটোয়ারী,আরো উপস্থিত ছিলেন ইকবাল মোড়ল প্রতিষ্ঠাকালীন সদস্য ও স্কটল্যান্ডে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী।
স্কটল্যান্ডে গণসংবর্ধনার অনুষ্ঠানে জননেতা নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে দীর্ঘদিন আন্দোলন করেছেন,আপনারাও স্কটল্যান্ড প্রবাসী ভাইদের নিয়ে লাগাদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সমর্থন করেছেন এবং আপনাদের অবস্থান থেকে আন্দোলন করেছেন, স্কটল্যান্ডে আন্দোলন করার কারণে আপনাদের বাড়িঘরে হামলা—দখল ও দেশে থাকা আত্মীয়স্বজনকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে।