লোহাগাড়া সদরের ফুটপাত অবৈধ দখলবাজদের হাতে শহর উন্নয়ন কমিটি নিরব

কামরুল ইসলাম:

আপনারা এই ছবি টা দেখে বলুন লোহাগাড়া সদর ষ্টেশন কি পরিচন্ন নাকি অপরিচন্ন আমার মতে অপরিচ্ছন্ন তার কারণ হকার একদরনের চাঁন্দাবাজরা চাঁন্দা নিয়ে যত্রতত্র বাভে দোখান বসিয়ে ষ্টেশন অপরিচ্ছন্ন করছে। অথছ আমরা যানি এই লোহাগাড়া সদর কে পরিচ্ছন্ন যানজট মুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে একটা শহর উন্নয়ন কমিটি রয়েছে যাদেরকে প্রতি মাসে চাঁন্দা দেওয়া হয়। সচেতন মহলের প্রশ্ন এই সমিতির কাজ কি। এই সমতি প্রতিষ্ঠার পর থেকে কি বা কাজ করেছে এই সমিতির সদস্যরা চাইলে আনায়াসে হকার মুক্ত করে শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে পারে কিন্তু তা করছেন না। সচেতন ব্যবসায়িরা বলেন এই সদর স্টেশনের সৌন্দর্য ফিরিয়ে আনতে চাইলে শহর উন্নয়ন কমিটির জন্য কোন বিষয় না। তবে কেন কোন কালো হাতের ইশারায় এই বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না শহর উন্নয়ন কমিটি। আর ব্যবসায়িদের থেকে যেই চাঁন্দা নিচ্ছে তা কোথায় যাচ্ছে কি করছে এই টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ি বলেন টাকা টা কোথায় যাচ্ছে কি করছে কারো যানা নাই।আর এই কমিটির সভাপতি হিরো ভাই ছাড়া অন্যরা বর্তমানে নিজেদের প্রধানমন্ত্রী মনে করে সালাউদ্দিন চৌধুরী হিরু ভাই ছাড়া অন্যদের ব্যবহারে ভদ্রতার রেস নেই। তাই এই বিষয়ে সাতকানিয়া লোহাগাড়ার অভিবাভক এমপি মোতালেব সিআইপির হস্তক্ষেপ কামনা করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *