বরিশালের বাকেরগঞ্জে বাঁধ পুনর্নির্মাণ কাজে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে চেক বিতরণ

স্টাফ রিপোর্টার:

ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (বাপাউবো অংশ) প্রকল্পের আওতাধীন রঘুনাথপুর এফসিডি উপ-প্রকল্পে বাঁধ পুনর্নির্মাণকাজে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(২৬) নভেম্বর দুপুর সাড়ে এগারোটার দিকে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মুশফিকুর রহমান শুভ এবং সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের রিসেটলমেন্ট স্পেশালিস্ট শহিদ রহমত কাদির, পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ রফিকুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ বিল্লাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় টেকসই বাঁধ ও পানি ব্যবস্থাপনা কাঠামো অত্যন্ত প্রয়োজন। রঘুনাথপুর এলাকায় পুনর্নির্মিত বাঁধ স্থানীয় কৃষি, ফসল উৎপাদন ও জীবিকাকে সুরক্ষা দেবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনকে প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে তারা বলেন, সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টায় এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

বিশ্বব্যাংকের প্রতিনিধি শহিদ রহমত কাদির বলেন, “পুনর্বাসন ছাড়া কোনো উন্নয়ন প্রকল্পই মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। মানুষের অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রকল্পের শুরু থেকেই স্থানীয়দের সঙ্গে কাজ করছি।”

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল আরও বলেন, “বাঁধ পুনর্নির্মাণ সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি অনেকটাই কমে আসবে। প্রকল্পের প্রতিটি ধাপ স্বচ্ছতা বজায় রেখে বাস্তবায়ন করা হচ্ছে।”

সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, “সরকার জনগণের পাশে আছে এবং থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছি।”

চেক গ্রহণকারীরা সরকারের এই উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, ক্ষতিপূরণ পাওয়ায় তাদের দুর্ভাবনা অনেকটাই কমে গেছে। তারা বাঁধ পুনর্নির্মাণ কার্যক্রম সফল করতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *