জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচিতে অংশ নেওয়া পিরোজপুরের দুই প্রবীণকে সম্মাননা

হাসান মামুন:

বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী পুনর্গঠন ও কৃষি উন্নয়নের ধারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক স্বেচ্ছায় খাল কাটা কর্মসূচিতে অংশ নেওয়া দুই প্রবীণ স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) পিরোজপুর জেলার ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ১৯৭৭ সালে শুরু হওয়া এ ঐতিহাসিক কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক রেজা পহলভি মাসুম, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুল কবির লীন এবং জেলা বিএনপির সাবেক সদস্য আখতারুজ্জামান শেখ রাহাদ।

সম্মাননা প্রাপ্তরা হলেন হেদায়েতুল ইসলাম ও শাহজাহান বাদশা। তাঁরা শহীদ জিয়াউর রহমানের আহ্বানে দেশের গ্রামীণ অবকাঠামো ও কৃষি উন্নয়নে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছিলেন।

সম্মাননা গ্রহণের পর প্রবীণ দুই ব্যক্তি বলেন, “শহীদ জিয়াউর রহমানের ডাকে দেশ গঠনের কাজে আমরা মাঠে নেমেছিলাম। আজকের এই স্বীকৃতি আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।”

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন প্রকৃত জননেতা। তিনি কৃষিনির্ভর অর্থনীতির পুনর্গঠনে জনগণকে সম্পৃক্ত করে ‘খাল কাটা কর্মসূচি’র মাধ্যমে উন্নয়নের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তাঁর এই কর্মধারা আজও দেশের টেকসই উন্নয়নের প্রেরণাসূত্র।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে শহীদ জিয়ার কর্মদর্শন ও দেশগঠনের ভাবনা সম্পর্কে জানতে হবে, যাতে তারা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশের নির্মাণে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে স্থানীয় এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *