মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
নারায়ণগঞ্জ একটি শত বছরের ঐতিহ্যবাহী শহর উল্লেখ করে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে।
শুক্রবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চ আয়োজিত ‘আত্মিক উদ্দীপনা সভা–২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “জীবনের প্রতিটি দায়িত্ব ও সেবার পেছনে যদি আত্মিক অনুপ্রেরণা থাকে, তাহলে পরিশ্রম অবশ্যই সাফল্য বয়ে আনে।”
তিনি আরও বলেন, “আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন—বহু ধর্ম, বহু মত, বহু পথ—যে যেই ধর্মে বিশ্বাসী হোক না কেন, সবাই মর্যাদা ও নিরাপত্তা নিয়ে এই বাংলাদেশে বসবাস করবে। দিনশেষে আমরা সবাই বাংলাদেশী। ‘সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্র বুকে ধারণ করেই আমরা এগিয়ে যাচ্ছি।”
অনুষ্ঠানে জেলার ধর্মীয় সম্প্রীতির দীর্ঘ ইতিহাস তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জবাসী ধর্মীয় উৎসব-অনুষ্ঠানে সবসময় একে অপরের পাশে ছিল এবং ভবিষ্যতেও এই ঐতিহ্য অটুট থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
-
এলবার্ট ডি. কস্টা, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা খ্রিস্টান এসোসিয়েশন এবং সমগ্র বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি
-
লিটন পাল, সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ মহানগর
-
আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি
এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি ঘিরে চার্চ প্রাঙ্গণে উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং অংশগ্রহণকারীরা শান্তি, সম্প্রীতি ও মানবতার জয়গান তুলে ধরেন।