নারায়ণগঞ্জ জেলার ডিবি কর্তৃক পৃথক অভিযানে ১৪০০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ 

নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহেল রানা এর তত্ত্বাবধানে এবং গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ইনচার্জ, সোনারগাঁও জোন) জনাব এনায়েত হোসেন এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) শরীফুল হাসান ও এসআই সজীব সাহা অভিজিৎ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৪/১১/২০২৫ তারিখে আনুমানিক রাত ০৩:৪০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনাচড়া সানারপাড় সাকিনস্থ (বিশ্ব রোড) ১৩/ই, মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোর নামক স্থানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে নিম্নোক্ত ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন—

১। আব্দুর রহিম (৩০), পিতা: মৃত হারুন মোল্লা, মাতা: ফুলজান বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম-মাঝারদিয়া, উপজেলা/থানা-সালথা, জেলা-ফরিদপুর।
২। আবুল হাসান দরানী (৩৩), পিতা: মৃত আওলা আলী দরানী, মাতা: নিয়ায় বেগম, ঠিকানা: লোহাইর, থানা-মুকসেদপুর, জেলা-গোপালগঞ্জ।
৩। মোঃ নূর নবী (৪৫), পিতা: মোঃ আবুল হোসেন, ঠিকানা: আতকারা, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর।

অভিযানে তাদের কাছ থেকে ১৪০০ (চৌদ্দশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *