মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেনকে আকস্মিকভাবে বদলি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে প্রেষণে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাদ্বয় আগামী ১১ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় উক্ত তারিখের অপরাহ্ন হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।